অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, দীর্ঘায়ু কামনা করলেন অনুরাগ ঠাকুর

অসুস্থ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

author-image
Aniruddha Chakraborty
New Update
n,mn

FILE PIC

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি। শনিবার তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থা বদলাচ্ছে। বুদ্ধবাবুর আচ্ছন্নতা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা। ভেন্টিলেশনে দেওয়ার বিষয়ে শনিবার রাতেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর। আচ্ছন্ন ভাব না কাটলে নন ইনভেসিভ থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে যেতে পারেন বুদ্ধদেববাবু। এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় বুদ্ধদেববাবুর সুস্থতা কামনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, "আমি বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের জন্য অনেক অবদান রেখেছেন, ভগবান তাঁকে দীর্ঘায়ু দান করুন।" 

জানা গিয়েছে, বুদ্ধদেববাবুর দেহে অক্সিজেনের মাত্রা ৯১-৯৩। একদিকে অক্সিজেনের ঘাটতি, অন্যদিকে দেহে অতি মাত্রায় কার্বন ডাই অক্সাইড। চিকিৎসকদের পরিভাষায় ‘মিক্সড রেসপিরেটরি ফেলিওরে’র শিকার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফুসফুসের দু’দিকেই রয়েছে সংক্রমণ। অক্সিজেনের মাত্রা স্থিতিশীল করে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এখন লক্ষ্য। ফুসফুসে সংক্রমণের মাত্রা কমাতে অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করা হচ্ছে। এটাই বুদ্ধবাবুর চিকিৎসায় এখন অগ্রাধিকার পাবে।