নিজস্ব সংবাদদাতা: পুজোর আগেই তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের 'বাঘ' অনুব্রত মণ্ডল। সংগঠন চাঙা করতে কর্মীদের সঙ্গে তারপরেই সভাও করছেন। কয়েকদিন আগেই মুরারইয়ের সভা থেকে কর্মীদের একজোট হতে বার্তা দেন। কিন্তু এবার তার গলায় অন্য সুর।
নিজেই তৃণমূল জেলা সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিলেন অনুব্রত। তবে এই মুহূর্তে ছাড়বেন না পদ। ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে তবেই জেলা সভাপতির পদ ছাড়বেন তার প্রিয় কেষ্ট। সোমবার সিউড়ির পুরন্দরপুর এলাকার বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানে বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, "নুরুল খুব ভালো ছেলে। আমরা একসাথে রাজনীতি করেছি এবং একসাথে কাজ করেছি। আমি নুরুলকে বলব এখনই পদ না ছাড়ার কথা। আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে দেওয়ার পর ছাড়তে হলে, একসাথে দুই দাদা ভাই মিলে ছাড়ব।" নুরুল ইসলাম যিনি সিউড়ি ২ ব্লকের সভাপতি তিনি চলতি বছরের জুলাই মাসে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও শতাব্দী রায়কে চিঠি লিখেছিলেন। তিহাড় থেকে ফিরে অনেকটাই আগের থেকে আলাদা রূপে কেষ্ট।