সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন,মাত্র ৪৫ বছরেই প্রয়াত এই গীতিশিল্পী

সম্প্রতি প্রয়াত হলেন স্বনামধন্য গীতিকার কবি কিংশুক চট্টোপাধ্যায় ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলা সঙ্গীত জগতে৷সূত্রের খবর, বুধবার সকালেই সোনারপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই নাকি যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-08-30 at 16.44.25.jpeg

নিজস্ব সংবাদদাতা:  আবারও শোকের ছায়া প্রভাব ফেললো বিনোদন জগতে।  একের পর এক অকালে বিদায় নিচ্ছে গুণী মানুষজনেরা  । যা মানতে পারা কঠিন বিষয় হয়ে দাড়িয়েছে। একটার পর একটা মৃত্যুর খবরে নাজেহাল সকল মানুষ। রোজই কারও না কারও মৃত্যুর খবরে চোখ ভিজছে ভক্তদের। সম্প্রতি প্রয়াত হলেন স্বনামধন্য গীতিকার কবি কিংশুক চট্টোপাধ্যায় ৷ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলা সঙ্গীত জগতে৷সূত্রের খবর, বুধবার সকালেই সোনারপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই নাকি যকৃতের সমস্যায় ভুগছিলেন তিনি। গত প্রায় এক মাস ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ মাঝখানে সুস্থ হয়ে বাড়িতেও ফিরে এসেছিলেন। তবে গত সোমবার আবারও অবস্থার অবনতি হতে থাকে। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে।তবে আর ফিরে এলেননা কিংশুক। মাত্র ৪৫ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিলেন এই স্বনামধন্য গীতিকার৷