ফের শহরে পথ দুর্ঘটনা

সাত সকালে রাস্তায় কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনা (Kolkata Accident)। মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাড়ি ফেরা হল না মায়ের। সরকারি বাসের চাকায় পিষ্ট হলেন মা।

author-image
Jaita Chowdhury
New Update
Accident

ফাইল চিত্র

কলকাতা: সাত সকালে রাস্তায় কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনা (Kolkata Accident)। মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাড়ি ফেরা হল না মায়ের। সরকারি বাসের চাকায় পিষ্ট হলেন মা। যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের (Jadavpur 8b) কাছে মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনায় পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করেছে মৃতার পরিবার।

এদিন, সকাল সাড়ে ৬টা নাগাদ স্বামীর বাইকে চড়ে মেয়েকে তিন বছরের মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিলেন দেবশ্রী মণ্ডল (২৮) । তাঁদের বাড়ি সন্তোষপুর। S-31 রুটের বেপরোয়া বাসের ধাক্কায় বাইক পড়ে প্রাণ গেল মায়ের। গুরুতর আহত হন শিশুর বাবা। তাঁকে EDF হাসপাতালে ভর্তি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে বছর তিনেকের ওই শিশুকন্যা। এদিন বাসের ধাক্কার চোটে বাইক থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হন মহিলা। শিশুর বাবা কলকাতা পুরসভার অস্থায়ী কর্মী। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক সরকারি বাসচালক পলাতক।