নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনার (Midnapore Medical Incident) পর টনক নড়ল প্রশাসনের। ওষুধ ও স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় ফের উৎপাদন বন্ধের নির্দেশ। ফার্মা ইমপেক্স ল্যাবরেটরি নামে রাজ্যের আরও একটি ফার্মা কোম্পানিকে উৎপাদন বন্ধের নির্দেশ।
অভিযোগের ভিত্তিতে উৎপাদনকারী সংস্থার বারুইপুরের কারখানায় ৩ দিন যৌথ অভিযান চালান সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারপরই সংস্থার বিরুদ্ধে জারি করা হয় নোটিস।
অপরদিকে, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ওষুধ-সহ চিকিৎসা-সামগ্রী সরবরাহের বরাত পেয়েও চুক্তিমতো সেসব না পৌঁছে দেওয়ায় কালো তালিকাভুক্ত করা হল মুম্বইয়ের জেন ফার্মা প্রাইভেট লিমিটেডকে।