নিজস্ব সংবাদদাতা: হাওড়াবাসীর জন্য ভালো খবর। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাস অপেক্ষা করতে হবে। এবার চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই নাকি কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড বা KMRCA হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর সম্পূর্ণ ভাবে চালু করবে।
শিয়ালদা ও ধর্মতলার মাঝের অংশের কাজ দ্রুত শেষ হচ্ছে। হাওড়া ময়দান থেকে ধর্মতলা এবং শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এই দুইভাগে ইস্ট ওয়েস্ট মেট্রো চলছে।