নবান্নে আজ ফের বৈঠক, এলো চিকিৎসকদের মেইলের উত্তর

তাদের সেই মেইলের জবাবই এলো এবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rg doctor

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল ১১টায় বৈঠকে বসতে চেয়ে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকেই মেইল গিয়েছিল মুখ্যসচিবের কাছে। কেননা গতকাল গভীর রাতে জিবি মিটিং করে জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, এখনই কর্মবিরতি উঠছে না। কেননা পূরণ হয়নি ৪ ও ৫ নম্বর শর্ত। তাই সেগুলি পূরণ না হলে হাসপাতালে এখনও নিরাপত্তা নেই, তাই কাজে ফেরা সম্ভব নয়। আর তাদের সেই মেইলের জবাবই এলো এবার।

ঠিক দুপুর ৩টায় জুনিয়র চিকিৎসকদের মেইল করলেন মুখ্যসচিব। বললেন, ফের বৈঠক হবে আজ। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ নবান্নের সভাগৃহে হবে সেই বৈঠক।

WhatsApp Image 2024-09-18 at 14.57.53
File Picture

এদিন জবাবী মেইলে মুখ্যসচিব মনোজ পন্থ লেখেন, ‘দক্ষিণবঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি চলছে। বহু মানুষ সমস্যায় পড়েছেন। তাই জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ করবো দ্রুত কাজে ফিরে আসার জন্য। আজ তাঁদের দাবি মেনেই টাস্ক ফোর্সের বাকি সদস্যদের সঙ্গে নিয়েই বৈঠকে বসতে চান তিনি। জুনিয়র চিকিৎসকদের ৩০ জনের প্রতিনিধি দলকে অনুরোধ করবো সেই বৈঠকে যোগ দেওয়ার জন্যে। সন্ধ্যে সাড়ে ৬টায় সেই বৈঠক নবান্ন সভাগৃহে অনুষ্ঠিত হবে। ৬টা ১৫ মিনিটের মধ্যে সবাইকে অনুরোধ করবো নবান্নে পৌঁছে যেতে”।

আপাতত সেই মেইল পেতেই ফের বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েই চলছে বৈঠক। 

rgkarhos
File Picture

Adddd