মাথা ঘুরে পড়ে গেলেন অনশনকারী! তড়িঘড়ি গ্রিন করিডরে নিয়ে যাওয়া হল হাসপাতালে

বাথরুমে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলেন অনশনকারী চিকিৎসক তনয়া পাঁজা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
hungery strike

নিজস্ব সংবাদদাতা:  গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অনশনকারী জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজা। সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি রাজি হননি। কিন্তু সোমবার সন্ধ্যাবেলায় বাথরুমে যেতে গেলে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপরেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রিন করিডর করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

সোমবার সকাল থেকে জুনিয়র চিকিৎসক তনয়া পাঁজার শারীরিক অবস্থার অবনতি দেখতে পাওয়া যায়। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তনয়ার রক্তচাপ কমে হয়েছে ৭০/৯৮। এদিকে তাঁর নাড়ির গতি ৭৮। এছাড়া তাঁর ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ বা সিবিজি ছিল ৬৩। উল্লেখ্য, চিকিৎসকরা জানিয়েছেন, সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে। কিডোন বডির মাত্রা ৩+ > সেই ক্ষেত্রে কিডনি খারাপ হয়ে যেতে পারে। উল্লেখ্য, তনয়া মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা সংক্রান্ত) বিভাগের সিনিয়র রেসিডেন্ট। 

১৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পুজো কার্নিভাল হবে। এদিন সিনিয়র চিকিৎসকরা দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন। যদিও এই নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চলছে। মুখ্য সচিব সিনিয়র চিকিৎসকদের এই দ্রোহের কার্নিভাল থেকে সরে আসার আহ্বান করেন। কিন্তু চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, দ্রোহের কার্নিভাল হবেই।