গুরুতর অসুস্থত হয়ে পড়লেন আরও এক অনশনকারী! চাপ বাড়ছে চিকিৎসকদের ওপর

গুরুতর অসুস্থ হয়ে আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হল।

author-image
Tamalika Chakraborty
New Update
hungery strike

নিজস্ব সংবাদদাতা: গুরুতর অসুস্থ হয়ে আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসককে হাসপাতালে ভর্তি করা হল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রথমে অনশনে বসেছিলেন দুই জুনিয়র চিকিৎসক  আলোক ভর্মা ও শৌভিক বন্দ্যোপাধ্যায়।  আলোক ভর্মাকে আগেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নতুন করে আরও এক জুনিয়র চিকিৎস  অনশনে বসেন। এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জুনিয়র চিকিৎসক  শৌভিক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ধর্মতলার অনশন মঞ্চে নতুন করে যোগ দিলেন  রুমেলিকা কুমার ও স্পন্দন চৌধুরী। রুমেলিকা কুমার মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক। অন্যদিকে, স্পন্দন চৌধুরী  মেদিনীপুর মেডিক্যাল কলেজের পিজিটি। অনশনে বসার আগে এই দুই জুনিয়র চিকিৎসক বলেন, যতজনই অসুস্থ হোক না কেন এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে। 

hunger rumela

অন্যদিকে, ময়দান থানায় সাড়ে তিন ঘণ্টা আটকের পর  চিকিৎসক তপোব্রত রায়কে ছেড়ে দেওয়া হল। পুজো কার্নিভালে তিনি মেডিক্যাল টিমের সঙ্গে রেড রোডে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই তাঁকে ময়দান পুলিশ ধরে নিয়ে যায়। তিনি প্রতীকী অনশনের ব্যাজ পরেছিলেন। সেই কারণে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তবে কেন পুলিশ তাঁকে আটক করেছে, এই বিষয়ে কোনও মন্তব্য করেনি।  তাঁর  কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। 

 tamacha4.jpeg