নিজস্ব সংবাদদাতা: ফের ডেঙ্গু কেড়ে নিল প্রাণ। শুক্রবার কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হল অনিমা সর্দারের। দিন তিনেক আগে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। ডেঙ্গু পজিটিভ হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। অনিমা সর্দার বারুইপুরের বাসিন্দা। দিন কয়েক আগেই জ্বর-সহ অন্যান্য উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থাতেই এমআর বাঙ্গুরে ভর্তি হতে আসেন তিনি।
স্বাস্থ্যভবনের নির্দেশিকা অনুযায়ী, ২-৭ দিন ধরে জ্বর এবং মাথার যন্ত্রণা, গায়ে হাত-পায়ে ব্যথা থাকলে ও সেই সঙ্গে অসম্ভব দুর্বল অনুভব করলে পরীক্ষা করাতে হবে। এছাড়াও শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে কিংবা অক্ষিকোটরে ব্যথা অনুভূত হলেও টেস্ট করিয়ে নেওয়া উচিত। মুখ, নাক, হাতের চামড়া কিংবা প্রস্রাব দিয়ে রক্তক্ষরণ হলে টেস্ট করাবেন। ২ দিনের বেশি ধূম জ্বর থাকলে উপোরক্ত উপসর্গগুলি না থাকলেও পরীক্ষা করিয়ে নেওয়া ভাল।