ফের নতুন করে ঘূর্ণিঝড়! ডিসেম্বরে নতুন আতঙ্ক

ফের নতুন করে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি!. ডিসেম্বরে নয়া আতঙ্ক শুরু হচ্ছে। তবে বাংলায় কেমন প্রভাব পড়বে এর?

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone 1 .jpg

নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখ দেখল দক্ষিণ ভারত। এবার ফের আরো এককটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। মৌসম বিভাগ দাবি করছে যে দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পাশে সমুদ্রের উপর এই ঘূর্ণিঝড় দেখা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণ ভারতে এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে। ভারতের আবহাওয়া বিভাগ দাবি করছে যে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপে ৫ দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের আবহাওয়ার এখনই কোনও পরিবর্তন হবে না বলে জানা গেছে। শেষ দুই দিন ধরে বেশ বৃষ্টি হলেও আপাতত এই রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।