নিজস্ব প্রতিবেদন : বিভিন্ন জেলার ও মেডিক্যাল কলেজের ছাত্র সংগঠনগুলোর সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও, গত ৯ অগাস্ট থেকে একসঙ্গে হয়ে উঠেছেন জুনিয়র ডাক্তাররা। তারা লাগাতার কর্মবিরতি পালন করছেন এবং বিচার ও সুরক্ষার দাবিতে দৃঢ়তার সঙ্গে অবিচল রয়েছেন। তাঁদের মধ্যে ৭ জন ১০ দফা দাবিতে আমরণ অনশনে রয়েছেন, যার মধ্যে রবিবার রাতে যোগ দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের অনিকেত মাহাতো।
অনিকেত মাহাতো, ঝাড়গ্রামের শিলদা থেকে আগত, আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছেন। তিনি ২০১১ সালে জয়েন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য কলকাতায় এসেছিলেন। অনিকেত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত, এবং দ্রুত বিচার ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য আপোষহীনভাবে সরব রয়েছেন।
বর্তমানে ধর্মতলায় ৩৫ ঘণ্টা ধরে জুনিয়র ডাক্তাররা অনশনে রয়েছেন। তাঁরা অনশনমঞ্চে সিসিটিভি এবং এলইডি স্ক্রিন স্থাপন করেছেন, যাতে আন্দোলনের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। কলকাতা মেডিক্যাল কলেজের তনয়া পাঁজা, অনুষ্টুপ মুখোপাধ্যায় এবং স্নিগ্ধা হাজরা সহ এসএসকেএম ও এনআরএসের ছাত্ররাও এই আন্দোলনে অংশ নিচ্ছেন।
এদিকে, আন্দোলনের প্রেক্ষিতে একটি তরুণী চিকিৎসকের মৃত্যু ঘটেছে, যা তার পরিবারের জীবনকে শোকময় করে তুলেছে। নিহত তরুণীর বাড়িতে এবছর পুজোমণ্ডপ তৈরি হয়নি, তবে সেখানে ধর্নার জন্য মঞ্চ বাঁধা হচ্ছে। ষষ্ঠী থেকে চার দিন ধরে নিহতের বাবা-মা সেখানে ধর্নায় বসবেন। জুনিয়র ডাক্তারদের এই সংগ্রাম সরকারকে অঙ্গীকারবদ্ধ করে তুলেছে, এবং তারা একত্রে দাবি আদায়ের লক্ষ্যে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।