রাজ্য ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে : সিবিআই এর ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ অনিকেতের

সিবিআই তদন্তের ব্যর্থতার দায় নেবে কিনা, প্রশ্ন তুললেন অনিকেত মাহাতো; ৯০ দিন পরেও কেন চার্জশিট জমা দেয়নি সিবিআই।

author-image
Debapriya Sarkar
New Update
Aniket

নিজস্ব সংবাদদাতা : "সিবিআই তদন্ত মানেই বিচার পেয়ে গেছি, এমন নয়!" – রাজ্য সরকারকে তীব্র সমালোচনা করে এসব মন্তব্য করেছেন অনিকেত মাহাতো। তিনি প্রশ্ন তুলেছেন, "৯০ দিন পেরিয়ে যাওয়ার পরেও কেন সিবিআই চার্জশিট দিতে পারেনি?"

তদন্ত করতে জানে না সিবিআই! রেগে গেলেন বিচারপতি

এ সময়, তিনি আরও বলেন, রাজ্যটি এখন ধর্ষক এবং খুনিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, যেখানে অপরাধীরা প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিবিআইয়ের তদন্তে গতি স্লো হওয়া এবং সঠিক বিচার না হওয়া নিয়ে অনিকেত মাহাতো উদ্বেগ প্রকাশ করেন।

Aniket