চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছেন লালবাজারের গোয়েন্দারা

আনন্দপুরে চলন্ত গাড়িতে তরুণীকে ধর্ষণ মামলায় নয়া মোড়। আদৌ ধর্ষণের কোনও ঘটনা ঘটেছে কি না তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। নেতাজি নগরে দুই যুবকের অপহরণের মামলায় তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছেন লালবাজারের গোয়েন্দারা।

তরুণীকে ধর্ষণ করল কারা

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে যাঁরা অপহরণ করেছিলেন তাঁদের মধ্যে ধৃত সৌভিক সক্রিয় ভূমিকায় ছিলেন বলে পুলিশের দাবি। মারধর করে শুভজিৎ ও তাঁর চালককে মাদক দিয়ে বেহুঁশ করে ফ্ল‌্যাটে আটকে রেখেছিলেন ধৃত যুবক তদন্তে নেমে জানতে পারে পুলিশ। আবার সেই রাতে নির্যাতিতা তরুণী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে ধৃত যুবকই গাড়ি চালিয়ে বাসন্তি হাইওয়ের দিকে গিয়েছিল বলে জানা গিয়েছে। এখানেই রহস‌্য তৈরি হয়েছে। যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তাঁদের যদি আগেই অপহরণ করা হয়ে থাকে তাহলে তরুণীকে ধর্ষণ করল কারা?