মমতা বন্দ্যোপাধ্যায় কোনওদিন রাজ্যের উন্নতি করতে পারবেন না, কী বললেন অমিত শাহ

বুধবার কলকাতায় জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দুর্নীতিগ্রস্ত পরিবার কোনওদিন বাংলার উন্নতি করতে পারবে না। বাংলার উন্নতি একমাত্র বিজেপি সরকার করতে পারবে।

author-image
Tamalika Chakraborty
New Update
11

নিজস্ব সংবাদদাতা: বুধবার ধর্মতলায় জনসভায় তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যাকে আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নতি করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ত পরিবার কখনই বাংলার উন্নতি করতে পারবে না। রাজ্যের উন্নতি কমিউনিস্ট পার্টি করতে পারবে না। এদিন অমিত শাহ বলেন, কংগ্রেস বার বার তৃণমূলের কাছে আশ্রয় নেয়। সেই কংগ্রেস কীভাবে রাজ্যের উন্নতি করতে পারবে। বাংলার উন্নতি একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার করতে পারবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন।