গণবিক্ষোভের আশঙ্কায় খেলা বাতিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ! ফাঁস হয়ে গেল
বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, কলকাতার বহু প্রতীক্ষিত ফুটবল ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি বাতিল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।
নিজস্ব সংবাদদাতাঃবিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, “নজিরবিহীনভাবে কলকাতার বহু প্রতীক্ষিত ফুটবল ম্যাচ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি বাতিল করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সব টিকিট বিক্রি হয়ে গেছে। কারণ প্রদত্ত: গেমের জন্য সুরক্ষা সরবরাহ করতে অক্ষমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ১০ কোটি জনসংখ্যা তো দূরের কথা, প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপত্তা দিতে না পারলে সেখানকার আইনশৃঙ্খলার কী অবস্থা তা উঠে এসেছে।
কিন্তু আসল কারণ হল, আরজি কর এমসিএইচ ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার ন্যায়বিচার চেয়ে পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা।এ ধরনের গণবিক্ষোভের আশঙ্কায় খেলা বাতিল করা হয়।”
In an unprecedented move, Mamata Banerjee’s Police has cancelled Kolkata's most awaited football match, the East Bengal vs Mohun Bagan derby, scheduled for 18th Aug. The tickets were all sold out. REASON GIVEN: inability to provide security for the game.