প্রার্থী হলেন না অধীর চৌধুরী! মমতা নিয়ন্ত্রণ করছেন? আশাহত BJP নেতা

লোকসভা ভোটে এবার প্রার্থী হতে পারলেন না অধীর চৌধুরী। এই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা অমিত মালব্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
mamadhir

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যাচ্ছে। এবার বিজেপি নেতা অমিত মালব্য খোঁচা দিলেন বাংলার কংগ্রেস-তৃণমূল জোটের দিকে। বাংলায় এই দুই দলের জোট হয়নি এবং হবে কিনা তা বিশ বাঁও জলে। তাই নিয়ে কটাক্ষ করলেন এই বিজেপি নেতা। 

mamata adhirs.jpg

অমিত মালব্য বলেন, 'কংগ্রেসের প্রার্থী তালিকা কে নিয়ন্ত্রণ করছে? মমতা বন্দ্যোপাধ্যায়? অধীর রঞ্জন চৌধুরী, যিনি বহরমপুর থেকে জিতেছেন ২০১৪ এবং ২০১৯ সালে উভয় ক্ষেত্রেই, প্রথম তালিকায় তাঁরই নাম নেই। তিনি লোকসভার বিরোধী দলের নেতা ছিলেন। কংগ্রেসের প্রথম তালিকায় বড় নির্বাচনের আগে আস্থার অভাব দেখা যাচ্ছে'। 

fgjm

 tamacha4.jpeg

tamacha.jpeg

tamacha3.jpeg

tamacha1.jpg