নিজস্ব সংবাদদাতা: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে গতকালই দ্বিতীয় বার ময়নাতদন্তের দাবি জানিয়েছিল নিহত অশোক সিং-এর পরিবার। তবে আজ তা খারিজ হয়ে গেল। এখনই দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন নেই, জানিয়ে দিল হাইকোর্ট।
হাইকোর্ট জানিয়েছে, ‘দেহে কোনও আঘাতের চিহ্ন থাকলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়’। কিন্তু এক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। ব্রেন হেমারেজের কারণে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাই সেই রিপোর্টের ওপরই আপাতত মান্যতা দিচ্ছে উচ্চ আদালত। অন্যদিকে, নিহত অশোক সিং-এর দেহ আজ পর্যন্ত কলকাতা পুলিশের মর্গে রাখা ছিল। তবে আজ আদালতের নির্দেশে তাঁর দেহ এসএসকেএমের মর্গে পাঠানোর হবে বলে জানা যাচ্ছে।