বিদেশ পাড়ে বাস, তবে আপ্লুত মা দুর্গাকে দেখে

দুর্গাপুজো শুধু যে বাঙালীদের তা কিন্তু নয়, এই আনন্দে গা ভাসান অন্যান্য দেশের মানুষরাও।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg - 2023-10-21T113238.323 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ইম্প্যাক্ট শারদ আনন্দের সাথে আপনারা পুজো উপভোগ করছেন তো? আমরা চেষ্টা করছি কলকাতার সেরা সেরা পুজো গুলি আপনাদের সামনে তুলে ধরতে। যাথে ঘরে বসেই প্রতিমা দর্শন করতে পারেন আপনারা।

এই দুর্গাপুজো শুধু যে বাঙালীদের তা কিন্তু নয়, এই আনন্দে গা ভাসান অন্যান্য দেশের মানুষরাও। আসলে পুজোর এই মুহুর্ত উপভোগ করেন বহু দেশের মানুষেরাই। ইম্প্যাক্ট শারদ আনন্দে আমাদের সফরের সাথে যুক্ত হয়েছিলেন আমেরিকান চিফ গেস্ট। তাঁকে আমরা পেয়ে গিয়েছিলাম পুজো মণ্ডপেই। পুজো মণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা দেখে এককথায় আপ্লুত তিনি। কথায় কথায় বলেই ফেলেন, মণ্ডপের আলোকসজ্জা, প্রতিমার রূপ দেখে মনে হচ্ছে এখানে মা দুর্গা যেন জীবন্ত।

eee.png

বিভিন্ন মুখের আদল দিয়ে তৈরি মণ্ডপ। মানুষের মনের অন্তরের কথা, চিন্তাভাবনা, ভয়, ক্ষোভ, চাপা দুঃখ এই সবই ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। আসলে মানুষের মনই হল এই মণ্ডপের মূল বিষয়বস্তু। তাই যেহেতু মানুষের মনের কথা, তাই সেখানে মা দুর্গা যেন আরও কাছের হয়ে উঠছেন। আমাদেরই একজন হয়ে উঠছেন। ফলে আরও বেশি আপন লাগছে মা-কে, এদিন এমনটাই জানান আমেরিকান চিফ জাস্টিস।

hiren