নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ইডেন ম্যাচের টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগে ইতিমধ্যেই আসরে নেমেছে পুলিশ। অনলাইনে টিকিট বিক্রিতে অস্বচ্ছতার অভিযোগ থেকে শুরু করে টিকিটের দেদার কালোবাজারির অভিযোগ উঠেছে। বিশ্বকাপের টিকিটের হাহাকারে ইতিমধ্যেই রাজনীতির রঙ লাগতে শুরু করেছে। শুক্রবার সকালে ইডেনের সামনে একপ্রস্থ বিক্ষোভও দেখিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। এদিকে টিকিট সংক্রান্ত বিষয়ে ময়দান থানায় অভিযোগ আসতেই পদক্ষেপ শুরু করেছে পুলিশ। অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থা ও সিএবিকে নোটিস পাঠিয়েছিল ময়দান থানা। সেই নোটিসের প্রেক্ষিতে শুক্রবার দুপুরেই ময়দান থানায় হাজিরা দিয়েছেন অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা।
সূত্রে খবর, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কেও পুলিশের তরফে চিঠি পাঠানো হয়েছে। সিএবি সভাপতিকে কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে থানায় এসে তদন্তে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। এদিকে ইডেন ম্যাচের এই টিকিট বিতর্কের মধ্যেই তদন্তে নেমে পড়েছেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররাও। অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসাররা হাজিরা দেওয়ার পরই লালবাজার থেকে গোয়েন্দা বিভাগের আট সদস্যের একটি দল পৌঁছে গিয়েছে ময়দান থানায়। জানা গিয়েছে, অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার অফিসারদের জিজ্ঞাসাবাদ করবেন লালবাজারের গোয়েন্দারা।