নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৯ বছর। ঠিক এমনই এক খবর ছেয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। ১০ অক্টোবর অর্থাৎ আজ বিকেল ৫ টা নাগাদ খবর ছড়িয়ে পড়ে যে বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু কী এর আসল সত্যতা? অবশেষে কাটল এই নিয়ে ধোঁয়াশা। জানা গেল যে তিনি সুস্থই আছেন। হাভার্ড বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাসও নাকি নিচ্ছেন। সদ্য X হ্যান্ডেলে বাবার শারীরিক অবস্থা নিয়ে পোস্ট করলেন অমর্ত্য সেনের মেয়ে নন্দনা। অর্থাৎ তাঁর মৃত্যুর খবর আসলে পুরোটাই ভুয়ো।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)