নিজস্ব সংবাদদাতা: মমতা ব্যানার্জিকে এবার দুর্গার সঙ্গে তুলনা করে কবিতা লিখে ভিডিও বানালেন দেবাংশু ভট্টাচার্য। সেই ভিডিও পোস্ট করলেন ডেরেক ও'ব্রায়েন। তারপর সেই ভিডিও শেয়ার করেছেন দেবাংশুও। ভিডিও রইল আপনাদের জন্যও। উল্লেখ্য আজ বাংলার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আজ বন্যা দুর্গতদের সঙ্গে সাক্ষাৎ করেন।
তিনি বলেছেন, "ডিভিসি'র ছাড়া বিপুল পরিমাণ জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আজ বন্যা কবলিত। ঝাড়খণ্ডের জলে বাংলা প্লাবিত হচ্ছে। সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে। এত জল এর আগে ছাড়া হয়নি। পরিকল্পিত ভাবে বাংলায় এই ম্যান মেড বন্যা করা হচ্ছে। আমি নিজে ডিভিসি'র সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আজ হুগলির পুরশুড়া, গোঘাট-আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমি বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছি। বন্যা দুর্গত মানুষদের সঙ্গে কথা বলেছি। আগামীকাল যাব পাঁশকুড়াতে। বন্যা পীড়িত মানুষদের যে-কোনো দরকারে আমাদের সরকার তাঁদের পাশে আছে। আমি প্রশাসনকে এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি"।