BREAKING: ইন্ডি জোটের ভবিষ্যৎ নেই, বিজেপি শক্তিশালী ! একি বলে ফেললেন চিদাম্বরম
BREAKING: এবার তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব চুক্তি বাতিল করল লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি !
BREAKING: প্রধানমন্ত্রীর বাড়িতে অমিত শাহ আর অজিত দোভাল ! ফের কি কোনও বড় পদক্ষেপের পথে কেন্দ্র ?
BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক
BREAKING: চাকরিহারা শিক্ষকরা নয়,উস্কানি দিয়েছিল খোদ পুলিশ ! এবার বিকাশ ভবন নিয়ে বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ কর্মসূচি
BREAKING: রিভিউ পিটিশন করলে আবার চড় খাবে রাজ্য সরকার ! বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ

আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি: ষষ্ঠীর সকাল রোদ ঝলমলে থাকলেও বিকেলের চিত্রটা হবে একেবারে আলাদা

ষষ্ঠীর সকাল রোদ ঝলমলে থাকলেও বিকেলে বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

author-image
Debapriya Sarkar
New Update
Weather

নিজস্ব প্রতিবেদন : আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় নামবে বৃষ্টি। ষষ্ঠী সকালে রোদ ঝলমলে থাকলেও বিকেলের চিত্রটা হবে একেবারে আলাদা। আকাশ কালো মেঘে ঢেকে যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather

এছাড়াও, উত্তরবঙ্গের তিনটি জেলা—দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার—তেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

weatherrrrr.jpg

পুজোর দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা নিয়ে অনেকেই আগ্রহী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মানে হলো, দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি বিস্তৃত অক্ষরেখা রয়েছে, যা বৃষ্টির সৃষ্টি করছে। বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে, যার কারণে সাগরের দিক থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এই পরিস্থিতির ফলস্বরূপ, কোথাও কোথাও বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

2024-07-24T090759Z_898243132_RC2D19AG7TGD_RTRMADP_5_ASIA-WEATHER-TAIWAN-FPCC

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে সেই নিম্নচাপের প্রভাব কমে গেছে। তবে তা সত্ত্বেও, বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুজোর আনন্দের মাঝে এই আবহাওয়া বদল কলকাতাবাসীদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। সুতরাং, এবারের ষষ্ঠী পুজোতে বৃষ্টি যে কলকাতাকে ভিজিয়ে দেবে, তাতে সন্দেহ নেই।