নিজস্ব সংবাদদাতা: আরজি করের পর এবার কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ নিয়ে এল ছাত্র সংগঠন। সিসিইউ, সেন্ট্রাল ল্যাব, হাসপাতালের বেড নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। ছাত্র সংগঠন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ করেছে বলে জানা গিয়েছে।
ছাত্র সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি হচ্ছে। রোগী কল্যাণ সমিতির সদ্য প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও অভিযোগ করা হয়। যদিও মুখ্যমন্ত্রী সমস্ত রোগী কল্যান সমিতি ভেঙে দেওয়া হয়। নতুন করে রোগী কল্যান সমিতি গঠন করা হয়েছে। অধ্যক্ষের কাছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ জানিয়েছে ছাত্র ইউনিয়ন। যদিও এই বিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, "CCU-তে যেভাবে ভর্তি হয় তা স্বচ্ছভাবে হয়, দুর্নীতির সম্ভাবনা খুব কম। সব বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে MSVP-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। যদি সামান্য কোনও ত্রুটি বিচ্যুতি থাকে, সেটাও ওই কমিটি খতিয়ে দেখবে।"