চিকিৎসক নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতির অভিযোগ, বিস্ফোরক শান্তনু সেন

শান্তনু সেন চিকিৎসক নেতা আশিস পাণ্ডের বিরুদ্ধে থ্রেট কালচার ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। কলেজে দুর্নীতির নানা দিক নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব প্রতিবেদন : TMCP নেতা আশিস পাণ্ডের গ্রেফতারের পর সোশ্যাল মিডিয়ায় আবার সক্রিয় হয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। তিনি আর জি কর মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে সরব আছেন। গত সপ্তাহে সন্দীপ ঘোষের গ্রেফতারির সময়ও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন।

publive-image

আশিসের বিরুদ্ধে শান্তনু মারাত্মক অভিযোগ তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, আশিস ও তার দলবল তাঁর ডাক্তারি পড়ুয়া মেয়েকেও হুমকি দিয়েছিল। শান্তনু লেখেন, "আশিস পাণ্ডে দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বদনাম করে নানা ধরনের দুর্নীতির নায়ক হয়ে থেকেছে।"

publive-image

শান্তনুর অভিযোগের মধ্যে রয়েছে কলেজের জুনিয়রদের ভয় দেখানো, ফেস্টিভ্যালের নামে টাকা তোলা, পরীক্ষার ফল নিয়ন্ত্রণ করা, এবং প্রাক্তন ছাত্রদের ওপর শারীরিক নির্যাতন করা। তিনি বলেন, "আমার মেয়েকে মানসিক নির্যাতন করা হয়েছে, তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং কলেজে আটক করে রাখা হয়েছে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক খবর পেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। শান্তনু আরও বলেন, "যারা দলের নাম ভাঙিয়ে দুর্নীতি করে, তারা চিহ্নিত হবে এবং প্রকৃত কর্মীদের সঠিক মূল্যায়ন হবে।"

Arrest

আশিস পাণ্ডের বিরুদ্ধে চলমান থ্রেট কালচারের অভিযোগের পর তিনি আর জি কর মেডিক্যালের তদন্ত কমিটির সামনে জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন। শান্তনুর বক্তব্য থেকে স্পষ্ট যে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত থাকবে।