পঞ্চায়েত ভোট শেষ! রবিবার সব TMC বিধায়ককে তলব

এই বছরের মতো পঞ্চায়েত ভোট শেষ। সামনে আছে রাজ্যসভা নির্বাচন। কাল থেকেই পুরোপুরি প্রস্তুতি শুরু করে দেবে তৃণমূল কংগ্রেস। সব বিধায়ককে ডাকা হল।

author-image
Anusmita Bhattacharya
New Update
tmc.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরদিনই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি নেবে তৃণমূল কংগ্রেস। ভোটের পরদিন অর্থাৎ রবিবারই বিধানসভায় তলব করা হল শাসকদলের সব বিধায়ককে। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থীরা।

রবিবার বিধানসভা খোলা রাখা হবে। রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সব বিধায়ককে হাজির থাকতে হবে। মনোনয়ন ১২ জুলাই হলেও বিধানসভায় বিধায়কদের আসতে বলা হয়েছে রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করার জন্য। বিধানসভায় থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তবে পঞ্চায়েত ভোট সামলে রবিবার হয়তো সব বিধায়ক যদি রবিবার কলকাতা পৌঁছতে না পারেন তবে তাঁদের ১২ তারিখ সকালে আসতে বলা হয়েছে।