নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বুধবার থেকে শিয়ালদহ স্টেশনে সব লোকাল ট্রেন ১২ বগির হবে। এর জন্য স্টেশনের দৈর্ঘ্য বৃদ্ধি ও নতুন রেক আনার কাজ সম্পূর্ণ হয়েছে। রেলমন্ত্রী বলেন, শিয়ালদহ স্টেশনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ও কোচের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া রক্ষণাবেক্ষণের কাজে দ্রুততা আনা হয়েছে।
রেলমন্ত্রীর অভিযোগ, "আগের জমানায় কী ভাবে কাজ হত, আপনারা নিশ্চয়ই দেখেছেন৷ এখন কাজের গতি বেড়েছে৷ প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন বাংলা যা চাইছে তাই দেওয়া হবে। তাই রেলের যা চাহিদা ছিল, তা মেটানো হচ্ছে।"
রেলমন্ত্রীর মতে, কলকাতা মেট্রো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের আগে এর কাজ শ্লথগতিতে চলেছে; ২০১৪ সালের আগে মাত্র ২৮ কিমি মেট্রোর কাজ হয়েছিল, যা ৪০ বছরের মধ্যে সম্পন্ন হয়েছিল। কিন্তু ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে ৩৮ কিমি নতুন কাজ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, "এটাই কেন্দ্রের কাজ করার কায়দা। চল্লিশ বছরে যা হয়নি, তা মাত্র দশ বছরে হয়েছে। কেউ শুধু ভাষণ দেয়, আর মোদিজি কাজ করে দেখান।"
অশ্বিনী বৈষ্ণব দাবি করেছেন, প্রধানমন্ত্রী রাজনীতির উর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গে ১৪,৯৪১ কোটি টাকার রেল প্রকল্পে অর্থ দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, যাঁরা রাজনীতি করেন, তাঁরা কত টাকা আনতে সক্ষম ছিলেন—মাত্র ৪,৩০০ কোটি টাকা। এভাবেই তিনি মোদিজির উন্নয়ন ও "সবকা সাথ, সবকা বিকাশ" এর মূলনীতিকে তুলে ধরেছেন।