নিজস্ব সংবাদদাতা: বসিরহাট থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্রর এক কীর্তি ফাঁস করল তৃণমূল। এবারে বিজেপি সন্দেশখালির এই লড়াকু মহিলাকে তাদের তুরুপের তাস করেছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন তলে তলে তিনি কি তৃণমূলের সমর্থক নাকি দুই কূল রক্ষার চেষ্টা করছেন? আসলে তৃণমূল তথ্য দিয়ে একটি বিষয় সামনে এনেছে।
/anm-bengali/media/post_attachments/e00eb77a057793e4e281e3c1f2a4932c928b9a90eb977090bdcdb298a7bb5286.jpg)
এই নিয়ে X হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করে লেখে, 'হাতেনাতে ধরা পড়লেন। বিজেপির বসিরহাটের সাংসদ প্রার্থী রেখা পাত্র দিল্লির জমিদারদের সাথে জোট বাঁধার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিমগুলির সুবিধা ভোগ করে ভণ্ডামির চূড়ান্ত খেলা খেললেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরের বার যখন আপনি তাকে ডাকবেন, তার স্বাস্থ্য সাথী কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করতে ভুলবেন না। এটি আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে কীভাবে আমাদের নেত্রীর মস্তিস্কপ্রসূত স্বাস্থ্য সাথী ব্যর্থ আয়ুষ্মান ভারত প্রকল্পকে ছাড়িয়ে গেছে'।
/anm-bengali/media/media_files/taDAXOp34RLDfYEbBi6u.jpg)
/anm-bengali/media/post_attachments/b846772f6981c5fc9d1ea4d37d36c59f325926ad6efd2ad81f922833a319db22.webp)