নিজস্ব সংবাদদাতা: আর জি কর কান্ডের আবহে চিকিৎসকদের সভা। প্রধান অতিথি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার বিষয়বস্তু "চিকিৎসার অপর নাম সেবা"। এই সভার আয়োজক স্টেট গ্রিভেন্স রিড্রেসাল কমিটি। আগামী মাসে ২৪ ফেব্রুয়ারি ধনধান্য প্রেক্ষাগৃহে হবে এই সভা। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে এমনটাই জানালেন কমিটির চেয়ারপারসন সৌরভ দত্ত। আলোচনাসভায় যোগ দেবেন সরকারি হাসপাতালের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা প্রমুখ।