নিজস্ব সংবাদদাতা: হেরিটেজ স্বীকৃতি পেল আলিপুর চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানার মুকুটে যুক্ত হল নতুন পালক। কলকাতা পৌরসভার গ্রেড ১ হেরিটেজ তালিকাভুক্ত হল আলিপুর চিড়িয়াখানা। ঐতিহ্যবাহী ভবনের স্বীকৃতি হিসেবে চিড়িয়াখানার দরজায় বসানো হয়েছে ব্লু প্লাঙ্ক।
২০২২ সালে এই ব্লু প্লাঙ্ক বসানো হয়েছিল জানবাজারে রানী রাসমণি রোডে রানী রাসমনির বাড়িতে। শহরের ঐতিহ্যবাহী এবং পুরাতন ভবন গুলির তকমা এভাবেই দিয়ে থাকে কলকাতা পৌর সংস্থা। কলকাতা শহরে প্রতিদিন বেড়াতে আসেন ভিন্ন রাজ্য থেকে ভিন দেশের নানান পর্যটকরা। ভারতের সংস্কৃতির সঙ্গে কলকাতার যে নিবিড় যোগাযোগ রয়েছে তা বোঝাতেই এই বিশেষ উদ্যোগ।
কলকাতা পৌরসভার সূত্রে জানা গিয়েছে অনেকদিন ধরেই চলছিল কাজ। আলিপুরের এই চিড়িয়াখানা নানান ঐতিহ্যের সাক্ষী। একাধিক ইতিহাসের আখড়া। উত্তর কলকাতার বেশ কয়েকটি বাড়িকেও এই হেরিটেজের উপাধি দেওয়া হয়েছে। পুজোর পর থেকে দক্ষিণ কলকাতা বিভিন্ন বাড়িকে হেরিটেজের তকমা দেওয়া হচ্ছে।
আলিপুর জুওলজিক্যাল গার্ডেনের প্রধান শুভঙ্কর সেনগুপ্ত জানিয়েছেন, ঐতিহ্যবাহী সাইট হিসেবে কলকাতা পৌরসংস্থা এই বিশেষ সম্মান জানিয়েছে। প্রসঙ্গত শীতের সময়ে, চিড়িয়াখানায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। বড়দিন পয়লা জানুয়ারি এবং গোটা শীত জুড়ে বহু পর্যটকের আনাগোনা চলে।
১৮৭৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানা। ১৮৭৬ সালের পয়লা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস কলকাতা ভ্রমণের সময় উদ্বোধন করেছিলেন এই জুওলজিক্যাল গার্ডেনের। এরপরে আসেন জার্মান প্রযুক্তিবিদ এবং উদ্ভিদবিজ্ঞানী জর্জ কিং। বিভিন্ন প্রজাতির কচ্ছপ থেকে শুরু করে সাপ, বাঘ, সিংহ, গন্ডার সহ আরো নানান রকম প্রাণী রয়েছে, এই চিড়িয়াখানায়। নানান প্রজাতির পাখি থেকে পশু স্তন্যপায়ী প্রাণী থেকে বিরল প্রজাতির প্রাণীর সন্ধান পাওয়া যায় এই চিড়িয়াখানায়।