নিজস্ব সংবাদদাতা: সন্ধ্যার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং তারপরেই শুরু হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র হবে বৃষ্টির তাণ্ডব। শনিবার বিকেলে এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে বলে জানা গেছে। সঙ্গে পড়তে পারে বাজ।