নিজস্ব সংবাদদাতা: ভোটের সবুজ ঝড়ের পর ধর্মতলায় সবুজ ঝড়। আজ তৃণমূলের হাই ভোল্টেজ ২১ জুলাইয়ের সমাবেশ। আগে থেকেই জানা গিয়েছিল যে এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে উপস্থিত থাকতে চলেছেন সমাজবাদী পার্টি এবং ইন্ডিয়া জোটের অন্যতম শরীক দলের প্রধান অখিলেশ যাদব।
/anm-bengali/media/media_files/HUt2EMnGO6BYHCOuKRaH.jpg)
এবার জানা গেল তিনি কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই ধর্মতলায় আসবেন তিনি।
/anm-bengali/media/post_attachments/dac80e11fa0912c19b684ea72324f08ed822fe7c129b891adb3f27c688a0e54e.webp)