নিজস্ব সংবাদদাতা: মন্ত্রিসভা থেকে কারামন্ত্রী অখিল গিরিকে সরিয়ে দেওয়া হবে এই খবর ছড়িয়ে পড়ার পরেই নিজের থেকে পদত্যাগ করলেন কারামন্ত্রী অখিল গিরি।
পদত্যাগ করলেও মন্ত্রী অনুতপ্ত নন সেটা সরাসরি জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তিনি এবার নিজের এলাকার মানুষদেরকে নিয়ে নিজের মতো করে লড়াই করবেন। পাশাপাশি বলেন, 'মুখ্যমন্ত্রী মানবিক হতে বলেছেন। বন দফতরের মানবিকতা কোথায়? উচ্ছেদের সময়ে বন দফতরের আরো মানবিক হওয়া উচিত ছিল'।
তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দফতরের জায়গায় দোকান এবং ঘরবাড়ি তৈরিতে বাধা দেন ফরেস্ট অফিসার মনীষা সাউ। রাজ্যের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি জড়িয়ে পড়েন তার সঙ্গে তর্কে। কটু শব্দ ব্যবহার করেন মন্ত্রী।