মাঝ আকাশে ফুয়েল ট্যাঙ্ক ফুটো, বিপদ এড়াতে কলকাতায় দ্রুত অবতরণ এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝ আকাশে জ্বালানি ট্যাঙ্কে ফুটো হওয়ায় জরুরি অবতরণ করেছে কলকাতায়। বিমানে ২৩১ জন যাত্রী ছিলেন, সবাই নিরাপদে রয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Air india

নিজস্ব প্রতিবেদন : হংকং থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। উড়ান নেওয়ার কিছুক্ষণ পর ফুয়েল ট্যাঙ্কে ফুটো দেখা যায়, ফলে মাঝ আকাশে জ্বালানি শেষ হয়ে যেতে বসে। পরিস্থিতি বিবেচনা করে পাইলট দ্রুত কলকাতায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

Air india

২৩১ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। সকাল ৯টায় উড্ডয়ন করার পর পাইলটরা জানতে পারেন, বিমানের ডানদিকের ইঞ্জিনে জ্বালানি ফুরিয়ে যাচ্ছে। সাড়ে ১০টার দিকে কলকাতার আকাশে পৌঁছে পাইলট জরুরি অবতরণের অনুমতি চান। কলকাতা বিমানবন্দরে জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়। শেষমেশ, সওয়া ১১টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে। পরে যাত্রীদের অন্য একটি উড়ানে দিল্লির দিকে পাঠানো হয়। সবাই নিরাপদে আছেন।