নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের মা ও মেয়েদের জন্য একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম চর্চিত জল লক্ষ্মীর ভাণ্ডার। এতে ১০০০ ও ১২০০ টাকা পায় মহিলারা। তবে এবার আরও একটি আকর্ষণীয় স্কিম এল। প্রায় ২৪ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এটা পাবেন প্রত্যেক বছর।
এই বিশেষ প্রকল্পটি হল ঐক্যশ্রী। তবে সবাই নয়, শুধু পশ্চিমবঙ্গবাসী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, জৈন, শিখ সম্প্রদায়ের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। এমবিবিএস-সহ নানা পেশাদারী পড়াশোনার ক্ষেত্রে ৫ বছরের জন্য মোট ২৪ হাজার টাকা করে পাবেন। যারা আবেদন করতে চান সেই সব ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের কোনও সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হতে হবে। পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদেরকে।