আহিরীটোলো যুবকবৃন্দ - ভাবনায় বৈচিত্র

আহিরীটোলো যুবকবৃন্দর ভাবনায় কারা রয়েছে?

author-image
Aniket
New Update
দ

File Picture

নিজস্ব সংবাদদাতা: আহিরীটোলো যুবকবৃন্দ এবার দূর্গা পুজোর ভাবনায় বৈচিত্র এনেছে। তাদের ভাবনা জুড়ে এবার রয়েছে আলপনা। তারা এনএনএম নিউজের সঙ্গে কথা বলে জানিয়েছেন, আধুনিকতা ও শিল্প যে পরস্পর বিরোধী নয়, তাই তারা ফুটিয়ে তুলতে চাইছেন। এই বছর তারা ৫৪ বছরে পদার্পণ করেছেন দেবীবরণে। এবছর তাদের বাজেট- প্রায় ৪৫ লক্ষ টাকা। শিল্পী - সুধীরঞ্জন মুখার্জি ও দেবজ্যোতি জানা। আবহ- পুলক সরকার ও মৌজিশা চট্টোপাধ্যায়। প্রতিমা - নব কুমার পাল। সভাপতি - শ্রী দুলাল শীল। যুগ্ম সম্পাদক - অমিত সেন ও পুষ্পেন্দু বসু।

impac puja 2024