নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) ৪ দিন আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক শুরু হল আজ মঙ্গলবার। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। এদিকে আসন্ন এই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে জোরকদমে রাজনৈতিক দলগুলি প্রচার চালাচ্ছে। যদিও রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো হবে সেই নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বলা হয়েছে রাজ্যে ৪৮৫ কোম্পানি বাহিনীকে দিয়ে ভোট করাতে হবে। এদিকে ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বৈঠক শুরু করলেন রাজ্য নির্বাচন কমিশনার। আজকের এই বৈঠকে বিএসএফের শীর্ষ আধিকারিকরা রয়েছেন । এদিন রাজীব সিনহার সঙ্গে উচ্চ স্তরীয় বৈঠকে রয়েছেন বিএসএফের আইজি ও রাজ্য পুলিশের আইজি।