দেবাংশুর জন্য কুণালের পাত্রী খোঁজা, "বদন বিগড়ে গেছে" পোস্ট TMC নেতার! "শেম অন টিএমসি" লিখলেন অগ্নিমিত্রা

কেন এই কটাক্ষ করলেন নেত্রী?

author-image
Anusmita Bhattacharya
New Update
agniangry1

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের জন্য পাত্রী খুঁজলেন কুণাল ঘোষ। ডাক্তারদের আন্দোলনে সামিল হওয়া এক টলিউড অভিনেত্রীর ভিডিও পোস্ট করে কুণাল ঘোষ পোস্ট করেছিলেন, হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।

তাতে পাল্টা দেবাংশু ভট্টাচার্য লেখেন, বলছ তাহলে Kunal দা ? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো "লাইফ হেল" করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও.. বিবাহিত তো! সরি..সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।

অগ্নিমিত্রা কটাক্ষ করে লেখেন, মহিলারা রাত জাগছে মহিলাদের সম্মানের, মর্যাদার দাবিতে। তৃণমূল মুখপাত্ররা অনায়াসে মহিলাকে অপমান করছেন। মেয়েটিকে মজা করছে সমাজমাধ্যমে। ছিঃ, নিন্দার ভাষা নেই। এই দলের নেত্রী এক মহিলা। আর দলের মুখপাত্ররা কী মন্তব্য করছে দেখুন। তৃণমূলের এই নোংরা মানসিকতার বিরুদ্ধে রাজ্যের মানুষ রাস্তায় নেবে প্রতিবাদ করবে।