মহিলাকে আটক করে বারবার মারধর! মুখ্যমন্ত্রী মমতার শাসনে নৈতিক দেউলিয়া, হয়ে গেল ঘোষণা

দলের নীতিকে দেউলিয়া বললেন এই নেত্রী।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: একদিকে পশ্চিমবঙ্গজুড়ে আর জি কর কান্ড নিয়ে আন্দোলনের ঝড় বইছে আর অন্যদিকে এবার বাঁকুড়া উঠে এল আলোচনায়। নেতার বিরুদ্ধে এক মহিলাকে আটক করে মারধর করার অভিযোগ সামনে এসেছে। এরপরেই সরব বিরোধী দল। 

TMC hj1.jpg

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল করেন বিস্ফোরক পোস্ট। তিনি লেখেন, "তৃণমূলের ভুয়ো প্রগতিশীলতার মুখোশ আবার ভেঙে পড়ল! বাঁকুড়ায় দলের এক নেতার বিরুদ্ধে এক মহিলাকে আটক করে বারবার মারধরের অভিযোগ উঠেছে। এই জঘন্য অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং মমতার শাসনকে সংজ্ঞায়িত করে এমন অনাচার ও নৈতিক দেউলিয়াত্বকে তুলে ধরে। নেতাকে সাময়িক বরখাস্ত করা শুধুই চোখ ধাঁধানো—তারা তাকে শীঘ্রই স্বাগত জানাবে! তৃণমূলের শাসনামলে আর কত নারীকে ভোগান্তি পোহাতে হবে? আমরা এখনই বিচার ও কঠোর শাস্তি দাবি করছি!"

agnimitra ey2.jpg