নিজস্ব সংবাদদাতা: আর জি কর মামলা গেল সিবিআইয়ের হাতে।
এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
অগ্নিমিত্রা পল লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনার পুলিশ ব্যবহার করে RG KAR কেসটি বন্ধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। মাননীয় হাইকোর্ট অত্যন্ত স্পষ্ট ভাষায় সমালোচনা করেছেন আপনার পুলিশ কতটা অস্বচ্ছ... এমনকি অভয়ার পরিবারও আপনার বা আপনার পুলিশের উপর কোনও আস্থা রাখে না। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনি আর জি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। উচ্চ আদালতের নির্দেশে এখন তাকে লম্বা ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। আপনি তদন্তের দিক থেকে বিচ্যুত করার জন্য পুলিশ এবং অধ্যক্ষকে ব্যবহার করেছেন….আপনি ভুল করার চেষ্টা করেছেন এবং আপনি কামদুনি ধর্ষণ এবং হত্যা মামলার জন্য একই কাজ করেছেন। হাইকোর্টের পর্যবেক্ষণ দেখায় যে তাদের আপনার বা আপনার সিস্টেমের প্রতি ন্যূনতম বিশ্বাস নেই। তাই দায়িত্ব নিন এবং পদত্যাগ করুন মমতা বন্দ্যোপাধ্যায়'।
@MamataOfficial you tried your best to HUSH UP the RG KAR case by using your POLICE
Hon High Court has criticised in very clear words how nontransparent is your police ….
Even the family of “ABHAYA” didn’t have any faith on you or your police