নিজস্ব সংবাদদাতা: গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে হাজির থেকে অন্যায়ের বিরুদ্ধে ফোঁস করার পরামর্শ দিয়েছিলেন। সেটা নিয়ে বিরোধীদের তরজা জারি হতে তিনি আজ সাফাই দেন।
এবার কটাক্ষ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।
তিনি লেখেন, মমতা ব্যানার্জী আপনি মিথ্যার আশ্রয় নিয়ে আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করুন! আপনার উসকানিমূলক বক্তব্য তৃণমূলের গুন্ডারা নিরীহ বিজেপি কর্মীদের উপর এবং সাধারণ নাগরিকদের উপর আক্রমণ করেছে। আপনি এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করেছেন যেখানে রাজনৈতিক মতবিরোধ থাকলেই ভয় দেখানো হয়।আপনার এই উস্কানিমূলক বক্তব্যের কারণেই গোটা বাংলায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে,এখন আপনি আপনার বক্তব্যের "ভুল ব্যাখ্যা" বলে এড়িয়ে যেতে পারেন না।
পশ্চিমবঙ্গে যে বিশৃঙ্খলা ও ভীতি গ্রাস করছে তা আপনার বিভেদমূলক কৌশল এবং উসকানিমূলক বক্তব্যের প্রত্যক্ষ ফলাফল। মিডিয়া ও বিরোধী দলকে দোষারোপ করে আপনার দল যে অনাচার সৃষ্টি করেছে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন?
আপনি এটা ভাববেন না যে আপনি আপনার উস্কানিমূলক বক্তব্যেকে এড়িয়ে গিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংসের মতো শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের নাম করে দায়িত্ব এড়াতে পারবেন! এটা আপনার মানুষকে বিভ্রান্ত করার নির্লজ্জ প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।মমতা ব্যানার্জী আপনি পশ্চিমবঙ্গের জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। আমরা আপনার দলের নেতা কর্মীদের এই অপকর্মের জন্য আপনার কাছে জবাব চাইছি। বাংলা শান্তি ও ন্যায়বিচারের যোগ্য।বাংলাকে আপনি অশান্ত করবেন না।বাংলাকে অশান্ত করলে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে।