দেশের নিরাপত্তা নিয়ে খেলেছেন মহুয়া, উঠল গুরুতর অভিযোগ

মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির তদন্ত শুরু করেছে সিবিআই। সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহরায় সিবিআইয়ের কাছে মামলাটি দায়ের করেন।

author-image
SWETA MITRA
New Update
AGNI MAHUA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ 'ক্যাশ ফর কোয়েরি' মামলায় বড় বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে এই তদন্ত প্রসঙ্গে এবার রীতিমতো বোমা ফাটালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি বলেন, "আমরা জানতাম যে এটি ঘটবে কারণ যিনি নগদে ঘুষ নিয়ে দেশের নিরাপত্তার সঙ্গে খেলছেন, তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে। মহুয়া মৈত্র এমন একজনের সাথে তার পাসওয়ার্ড শেয়ার করে দেশের নিরাপত্তা নিয়ে খেলেছেন যাকে তার শেয়ার করার কথা ছিল না। আর এই ব্যক্তি দুবাইয়ের নাগরিক, ভারতের নয়। এবং আমরা যা শুনেছি তা তিনি নগদ অর্থের পরিবর্তে নিয়েছেন। স্পিকারের অনুমতি ছাড়াই তিনি ১৪ বার আন্তর্জাতিক ভ্রমণ করেছেন। কোথা থেকে এলো এই টাকা? তাকে জবাব দিতে হবে। তিনি বলছেন, এখন সিবিআই তাঁর জুতো গুনবে। হ্যাঁ। অবশ্যই। আপনার জুতো আমাদের জুতার মতো নয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সমর্থন করছেন। ভারতের বিরুদ্ধে যা- হোক না কেন, ভারতের জনগণের বিরুদ্ধে যা- হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পক্ষে। এটা লজ্জার বিষয়।“