মহিলাদের বার কর্মী হিসেবে কাজ করার অনুমতি রাজ্য সরকারের ! বিস্ফোরক মন্তব্য করলেন অগ্নিমিত্রা পল

তিনি বলেন বিজেপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য আবগারি দপ্তর ঘেরাও করার ঘোষণা করেছে।

author-image
Debjit Biswas
New Update
agnimitra mamatakl.jpg

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় মহিলাদের বার কর্মী হিসেবে কাজ করার অনুমতি সংক্রান্ত, একটি বিল পাস করা হয়েছে। আর এইবার এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন হেভিওয়েট বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, ''এই সিদ্ধান্তটি আমাদের মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাকেই প্রমাণ করছে। ২০২৪ সালের 'অভয়া' মামলার সমস্ত প্রমাণ ধ্বংস করা হয়েছে, 'অপরাজিতা অ্যান্টি-রেপ' বিলের ভবিষ্যৎ কী ?সেটাও কেউ জানেনা।"

agnimitra ey2.jpg

এরপর তিনি বলেন, "এখন রাজ্যের আবগারি আইন সংশোধন করে, রাজ্যের মহিলাদের সেই সমস্ত বারগুলিতে কাজ করার অনুমতি দেওয়া হচ্ছে, যেখানে মদ পরিবেশন করা হয় ! এটার মাধ্যমেই কি উনি মহিলাদের ক্ষমতায়ন করতে চান ?"