বাংলায় তালিবান শাসন চলছে! গর্জে উঠছে রাজ্যের মানুষ

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মনে হচ্ছে চোপড়ায় বেশ কিছুদিন ধরে তালিবান শাসন চলছে। পুলিশ সবকিছু জানত কিন্তু চুপ করে ছিল। নারীদের উপর অত্যাচার করছে তৃণমূলের গুন্ডারা।"

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitra ey1.jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় লেখেন, "মনে হচ্ছে চোপড়ায় বেশ কিছুদিন ধরে তালিবান শাসন চলছে। পুলিশ সবকিছু জানত কিন্তু চুপ করে ছিল। নারীদের উপর অত্যাচার করছে তৃণমূলের গুন্ডারা।  জেসিবির সদস্যরা  চোপড়ায় তৃণমূলের গুণ্ডাদের মতো অত্যাচার করছে।  আমি অবাক হয়েছি তারা এত সাহস কোথায় পায় এবং কে তাদের এত সাহস দেয়? আমি এইমাত্র একটি মেয়ের সাথে কথা বলেছি। যাকে জেসিবি নামক একই গুন্ডারা  হাত বেঁধে মারধর করেছিল।  মেয়েটি অভিযোগ করে, পুলিশ কয়েক ঘন্টা আগে তাদের অভিযোগ নিতে এসেছিল। যদিও ঘটনাটি ১৩ই জুন ঘটেছিল।এমন পুলিশের উপর সাধারণ মানুষ আস্থা রাখবে কি করে!!"

agnimitraaw1.jpg