নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক এবং বিধায়ক অগ্নিমিত্র পাল বলেছেন, "এটা আনন্দের বিষয়, আমাদের মুখ্যমন্ত্রীও বলতেন প্রতিদিন নির্বাচন হচ্ছে, উন্নয়ন ও কাজ হচ্ছে না। এখন সব নির্বাচন এক সাথে। পাঁচ বছর কাজ করবে। এটা একটা ভালো সিদ্ধান্ত। এবং বিরোধীদেরও এটাকে সমর্থন করা উচিত।"
যদিও বিরোধীরা মোটেও ওয়ান নেশন ওয়ান ইলেকশনকে সমর্থন করছে না। বিরোধীরা সাফ জানিয়েছে, ভারতে যে ধরনের পরিকাঠামো রয়েছে। ভারতে যে ধরনের ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক পার্থক্য রয়েছে, সেক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা সম্ভব নয়। এছাড়াো বিরোধীরা অভিযোগ করেছেন, এই সিদ্ধান্ত সংবিধানের পরিপন্থী।
ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রসঙ্গে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, "আপনি আপনার সুবিধার উপর ভিত্তি করে কিছু করতে পারবেন না। সংবিধান সাংবিধানিক নীতির উপর ভিত্তি করে কাজ করবে। এটা সবসময়ই বিজেপি এবং আরএসএসের আদর্শ ছিল - তারা সংবিধানকে সামনে রেখে কোনও কাজ করে না। আমি চাই আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব থাকুক। আমরা এর বিরোধিতা করেছি এবং করে যাব।"