কয়েকদিন বাদে বলবে কালীঘাট মন্দির ওয়াকফ বোর্ডের জমিতে!

অগ্নিমিত্রা পাল বলেন, কয়েকদিন বাদে তারা বলবে কালীঘাট মন্দির ওয়াকফ বোর্ডের জমিতে।

author-image
Tamalika Chakraborty
New Update
agnimitrafg1.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা WAQF সংশোধনী বিলের বিরোধিতা করার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করছেন। যখন হিন্দুরা পাকিস্তান থেকে পালিয়ে যায় (দেশভাগের পর), তখন পাকিস্তান সরকার তাদের সম্পত্তি নিয়ে যায়।  কিন্তু মুসলমানরা পাকিস্তান থেকে পালিয়ে গেলে তাদের সম্পত্তি ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়। যদি ওয়াকফ বোর্ড বলে যে আপনার জমি ৫০-১০০ বছর আগে তাদের ছিল, তারা তা নেবে। অন্যথায় প্রমাণ করার দায়িত্ব আপনার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফ্যাসিবাদী।  আমরা তুষ্টির রাজনীতি বরদাস্ত করব না। আজ তারা বলছে রাজভবনও তাদের জমি। কয়েকদিন পর বলা হবে কালীঘাট মন্দিরও ওয়াকফ বোর্ডের।"