রাজন্যা ও প্রান্তিকের বিরুদ্ধে বিতর্ক, মুক্তি স্থগিত 'আগমনী' শর্ট ফিল্ম

আরজিকর কান্ড কে নিয়ে তৈরি হওয়া শর্ট ফিল্ম 'আগমনী' মুক্তির কথা উঠলে প্রধান বিচারপতি রাজ্য সরকারকে অবিলম্বে এই সিনেমা মুক্তি আটকানোর নির্দেশ দেয়

author-image
Debapriya Sarkar
New Update
Rajanna and prantik

নিজস্ব প্রতিবেদন : আগামীকাল মুক্তি পেতে চলা রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর শর্ট ফিল্ম 'আগমনী'র মুক্তি স্থগিত রাখা হয়েছে। আরজি কর কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা অভিনীত এবং পরিচালনা করেছেন তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী। ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়, যার ফলে রাজন্যা ও প্রান্তিককে সাসপেন্ড করা হয়। এদিন সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীনও ছবিটির প্রসঙ্গ উঠে এসেছে। রবিবার মিউজিক লঞ্চ হলেও 'আগমনী' ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। প্রান্তিক চক্রবর্তী জানান, "বিষয়টি বিচারাধীন, তাই মুক্তি হচ্ছে না। ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল।" 

Rajanna and prantik

এদিন সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির সময়, চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার জানান যে নির্যাতিতাকে নিয়ে একটি সিনেমা ইউটিউবে মুক্তি পেতে চলেছে। এরপর প্রধান বিচারপতি রাজ্য সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে নির্দেশ দেন, যাতে সিনেমার মুক্তি আটকানো যায়।

Rajanna

উল্লেখ্য, দুজনেই তৃণমূলের যুবনেতা এবং তৃণমূল ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। 'আগমনী' ছবির পোস্টার প্রকাশ্যে আসার পর এবং ছবির প্রচার হওয়ার পর তাঁদের সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও বিরোধিতা করছে।