টালিগঞ্জে ফের কি হল? ফের একবার বন্ধ হয়ে নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ

কিন্তু সৃজিতের প্রশ্ন, ‘কী এমন করেছি, যার জন্যে ক্ষমা চাইতে হবে?'

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
photo-1471341971476-ae15ff5dd4eatolly

File Picture

নিজস্ব সংবাদদাতা: টালিগঞ্জের বিনোদন দুনিয়ায় আবারও উত্তেজনা ছড়াল। আবারও বিনোদন জগতে পরিস্থিতি জটিল হল। পরিচালক সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ বন্ধ হয়ে গেল এবার। এমনকি সোমবার রাতে সেট ভাঙচুরের অভিযোগও উঠেছে। যার জেরে নতুন সিরিয়ালের শ্যুটিং শুরুর আগেই তা থমকে গেল। 

যা জানা যাচ্ছে, গত ২৭ জানুয়ারি থেকে সৃজিত রায়ের নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু প্রথম থেকেই সেটিং টিমের মধ্যে একটা চাপা অসন্তোষ দেখা যাচ্ছিল। তবে আচমকায় সোমবার রাতে সেটের কিছু অংশ ভেঙে ফেলা হয়। আর আজ সকাল থেকে টেকনিশিয়ানসরা আর কেউ এসে কাজে যোগ দেননি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

tolly

পরিচালক সৃজিত রায়ের দাবি, টেকনিশিয়ানদের একটাই বক্তব্য, ক্ষমা চাইতে হবে পরিচালককে। তবেই কাজ শুরু হবে, নতুবা কাজ বন্ধ থাকবে। কিন্তু সৃজিতের প্রশ্ন, ‘কী এমন করেছি, যার জন্যে ক্ষমা চাইতে হবে?’

এদিকে পরিচালক সৃজিত রায় পুরো ব্যাপারটি মিথ্যে বলে দাবি করেছেন। তাঁর কথায়, “আমার নামে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। কেন বলা হচ্ছে যে আমি খারাপ ব্যবহার করেছি? যদি সেট তৈরির কাজ বন্ধ হয়ে যায়, তাহলে এরাই সমস্যায় পড়বে। কারণ এই টেকনিশিয়ানরা সবসময় কাজ পান না। এদের বেতনও খুব কম। তাই হঠাৎ হঠাৎ কাজ বন্ধ করলে এদের জীবনেই তার প্রভাব পড়বে”। 

1722559332_tolly

যা জানা যাচ্ছে, ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা দাসানি ওয়ান স্টুডিওতে যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। ফেডারেশন ও টেকনিশিয়ানদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।