নিজস্ব সংবাদদাতা: আজ হয়ে গেল ঈদ। আর ঠিক তিনদিন পর বাংলা জানাবে নতুন বছরকে স্বাগত। তবে শুধু নতুন বছর না একই সাথে বঙ্গবাসী জানাবে গরমকেও স্বাগত। কেননা হাওয়া অফিস বলছে, নববর্ষের আগে থেকেই ফের এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। একই সাথে তাপপ্রবাহও শুরু হবে বেশ কিছু জেলায়। পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলের মধ্যে পশ্চিমের জেলায় ৩ থেকে ৫ ডিগ্রি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে দিনের তাপমাত্রা।
হাওয়া অফিস বলছে, আগামী দু’দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। বাড়বে শুষ্ক আবহাওয়ার দাপট।