নিজস্ব সংবাদদাতা: ফের আদালতে ধাক্কা খেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর রেজিস্ট্রেশন বাতিল নিয়ে যে মামলা চলছিল, সেই মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের অবসরকালীন কক্ষে আবেদন জানান তিনি। আর আজ ছিল সেই মামলারই শুনানি। শুনানি অনুযায়ী, বিচারপতির পরিষ্কার নির্দেশ, পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে, এখন এই সময় নয় যে আপনার কোনও কথা শোনা হবে। এই বিষয়ের কোনও গুরুত্ব নেই। এদিন স্পষ্ট ভাষায় এমনটাই জানিয়ে দেন বিচারপতি পার্থ সারথী সেন।
মূলত, সন্দীপ ঘোষ এদিন দাবি জানান, তাঁর রেজিস্ট্রেশন বাতিল, হয়েছে এক তরফা। মেডিক্যাল কাউন্সিল তাঁর ব্যাখ্যা না শুনেই, নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। যা বেআইনি। তারই বিরুদ্ধে মামলা করেন প্রাক্তন অধ্যক্ষ। আজ ছিল সেই মামলার শুনানি।